কোটি টাকার জমি কিনে গৃহহীন ও ভূমিহীন পরিবারের পুনর্বাসন

প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২২ , ৯:৪৭ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে কোটি টাকার জমি কিনে সদর উপজেলার ঘড়ুয়া মৌজায় পৌরসভা ও পৌরসভা সংলগ্ন এলাকার ৩০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। তৃতীয় ধাপে মৌলভীবাজার সদর পৌর ভূমি সহকারী কর্মকর্তা বিজয় কান্তি শীল বরাদ্দকৃত গৃহের উপকার ভোগী ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ- ক শ্রেণীর পুনর্বাসিতব্য পরিবারের মধ্যে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজির কাম ক্যাশিয়ার মোঃ আলমগীর ও মৌলভীবাজার সদর উপজেলা ভূমি অফিস সার্টিফিকেট পেশকার রেজমান মিয়া প্রমুখ। জানা গেছে, প্রকল্পের আওতায় ভূমিহীন, গৃহহীন, হত-দরিদ্র ও উৎপাটিত পরিবারের স্বামী-স্ত্রীর যৌথ নামে জমি ও বাড়ির মালিকানা দেয়া হয়। প্রতিটি ইউনিটে ২টি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে। মৌলভীবাজার সদর পৌর ভূমি সহকারী কর্মকর্তা বিজয় কান্তি শীল জানান, এক কোটি টাকার উপরে অর্থ মূল্য দিয়ে জমি ক্রয় করে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে ঘরগুলো লটারীর মাধ্যমে উপকার-ভোগীদের সমভাবে বণ্টন করা হয়েছে।

[wps_visitor_counter]