নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে কবিরহাটে জন প্রতিনিধিদের সাথে মত বিনিময়

প্রকাশিত : অক্টোবর ২, ২০২২ , ১২:১৭ পূর্বাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কবিরহাট উপজেলার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, মেম্বার, মহিলা ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা মেম্বারদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু। করিহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে শুক্রবার বাদ আছর কবিরহাট পৌরসভার অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কবিরহাট পৌরসভার ভারপ্রাপ্ত সচিব এনামুল হক আজিমের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের আহবায়ক-সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এইচ এম খাইরুন এনাম চৌধুরী, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এড: শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যা খান সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান এ একে এম সামছুদ্দিন জেহান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান শামীম, ফখরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা বাবু মিথুন, কবিরহাট পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো: হানিফ প্রমুখ। এসময় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, ধানসিঁড়ি ইউপির মো: কামাল খাঁন, চাপরাশীরহাট ইউপির মহিউদ্দিন টিটু, বাটইয়া ইউপির জসিম উদ্দিন শাহীন, ধানশালিক ইউপির মো: সাহাব উদ্দিন সহ অন্যান্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এসময় বক্তারা আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টুকে চশমা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গিকার ব্যক্ত করেন।
উল্লেখ্য নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিত হলেও উচ্চ আদালতের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে সেই দিন চেয়ারম্যান পদের নির্বাচন হচ্ছেনা নোয়াখালীর জেলা পরিষদ নির্বাচনে। তবে নির্বাচনী সকল নিয়ম মেনে আগামী ১৭ই অক্টোবর নোয়াখালীতে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবর্তীতে আগামী ১৮ই অক্টোবর আদালতের ধার্যকৃত তারিখে উচ্চ আদালতের শুনানি শেষে আদালত কর্তৃক দেওয়া তারিখে অনুষ্ঠিত হবে নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচন।

[wps_visitor_counter]