বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন-এর শোক

প্রকাশিত : অক্টোবর ২, ২০২২ , ৭:১৩ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সাবেক প্রধান তথ্য অফিসার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক, একুশে পদক প্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক তোয়াব খানের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মো. জসীম উদ্দিন ও মহাসচিব প্রণব কুমার ভট্টাচার্য্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রবিবার এক শোকবার্তায় এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

[wps_visitor_counter]