মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউভার্স প্রডাক্ট এন্ড ম্যানু: বিজনেস এসোসিয়েশন এর আয়োজনে মাসব্যাপী তাঁতবস্ত্র শিল্প ও পণ্য মেলা-২০২২ইং আয়োজন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় আগামী ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মাসব্যাপী এ মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৩, সংসদ সদস্য ২৩৭, নেছার আহমদ। মেলার আয়োজক কমিটি জানান, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সংরক্ষিত সংসদ সদস্য, মহিলা আসন-৩৩৬, সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন। বাংলাদেশ ইউভার্স প্রডাক্ট এন্ড ম্যানু: বিজনেস এসোসিয়েশন এর সভাপতি মোঃ সালাউদ্দিন ও মেলা পরিচালনা কমিটির আহবায়ক ওয়াহিদুল আজাদসহ সংশ্লিষ্ট সূত্র জানান- মৌলভীবাজারে শুরু হওয়া মাসব্যাপী এ মেলা জেলাবাসীর সুস্থ বিনোদনের জন্য বিশেষ ভুমিকা রাখবে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রয়েছে। পরিবারের সকলকে নিয়ে যেন কিছুটা সময় কাটানো যায় সে ব্যবস্থা করা হয়েছে। মেলায় প্রায় ৬৫-৭০টি স্টল রয়েছে। বিভিন্ন ধরনের তাঁতের তৈরি পোশাক, শাড়ি ও পাটজাত সামগ্রীসহ অন্যান্য পণ্যের বিপুল সমারোহ থাকছে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সু-ব্যবস্থা এবং মেলায় ক্রেতারা নিরাপদে কেনাকাটা করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ মেলার নিজস্ব নিরাপত্তা-ব্যবস্থা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।