চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত

প্রকাশিত : অক্টোবর ৯, ২০২২ , ৮:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গার ছোট বলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে মমতাজ হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৫ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাঁটাতার পার হয়ে কয়েকজন মহিষ আনতে যায়। এ সময় ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে মমতাজ গুলিবিদ্ধ হয়ে মারা যান। সকাল ১০ টায় বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যান। নিহত মমতাজ হোসেন ছোট বলদিয়া গ্রামের স্কুল পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। নিহতের ভাই ইন্তাজুল জানান, শনিবার রাত ১ টার দিকে ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে মহিষ আনতে যান। এ সময় ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা ওপার থেকে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে আমার ভাই মারা যান। পরে বিএসএফ সদস্যরা মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুতফুল কবির বলেন, আমরা ঘটনা শুনেছি। বিস্তারিত কোনও তথ্য আমাদের কাছে নেই চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, নিহতের ঘটনাটি জেনেছি। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

[wps_visitor_counter]