হত্যা মামলার আসামী গ্রেফতার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সংবাদ সম্মেলন

প্রকাশিত : অক্টোবর ১১, ২০২২ , ৮:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের নয়ন হত্যা মামলার আসামীদের গ্রেফতার, সঠিক তদন্ত এবং বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মা-বাবা ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় একটি মাদ্রাসায় এই সংবাদ সম্মেলন হয়। এলাকাবাসীর পক্ষে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় মোঃ বাবলু হক। এসময় নিহত নয়নের পিতা মোঃ লিয়াকত আলী, মাসহ অন্যরা। নিহত নয়নের মা-বাবার অভিযোগ বর্তমান ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের এবং আসামীদের সাথে যোগসাজস করে পুলিশ মোট ৮জন আসামীর মধ্যে ৪জনকে গ্রেফতার করেছে এবং উচ্চ আদালতের আদেশে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও পুলিশকে জানালেও কোন ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে, ঘটনার সঠিক তদন্ত হচ্ছে না এবং মূল আসামীদের বাঁচানোর চেষ্টা করছে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আশিষ। নয়ন হত্যার সঠিক তদন্ত, আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন নয়নের মা, বাবা ও এলাকার নারী-পুরুষরা। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আশিষ জানান, মামলার আইনি কার্যক্রম সঠিকভাবেই চলছে। নয়ন হত্যাকাণ্ডের জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে, সময়মত আদালতে প্রতিবেদন দেয়া হবে বিচারের জন্য।

[wps_visitor_counter]