চাঁপাইনবাবগঞ্জে ১০ কোটি টাকা ব্যয়ে কসাইখানা স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত : অক্টোবর ১১, ২০২২ , ৯:৩৮ অপরাহ্ণ

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ১০ কোটি টাকা ব্যয়ে কসাইখানা স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে। আধুনিক ও ডিজিটাল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বিনির্মাণের লক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. তাজুল ইসলাম এম.পি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অনুকূলে বিশেষ বরাদ্দের নির্দেশ প্রদান করেন। সেই সময় সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী জননেতা মির্জা আজম এমপি। এ ছাড়াও মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে পৌরসভার ৬ নং ওয়ার্ডে স্লটারহাউজ (কসাইখানা) স্থাপনের সমঝোতা স্মারক মঙ্গলবার স্বাক্ষর হয়।

[wps_visitor_counter]