পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিহত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২২ , ৯:০৬ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত দুস্থ ২০ পরিবারের মাঝে মানবিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নিজস্ব তহবিল থেকে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকা ডুবির ঘটনায় নিহত ২০ জন পরিবারে মাঝে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান। এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকসহ নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর আউলিয়া ঘাটের করতোয়া নদীতে মর্মান্তিক নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৬৯ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসন। তবে দুর্ঘটনায় এখনও ৩ জনের মরদেহ নিখোঁজ রয়েছে।

[wps_visitor_counter]