পঞ্চগড়ে স্বতন্ত্র দুই প্রার্থীকে ভয়ভীতি ও বাসভবনে হামলার অভিযোগ

প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২২ , ৯:৪৬ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভয়-ভীতি দেখানো ও বাসভবনে হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ অক্টোবর) রাতে একদল দুর্বৃত্ত হেলমেট পরিধান করে মোটর সাইকেলের বহর নিয়ে ওই দুই প্রার্থীর বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পরপরই ওই দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ করেছন। ভুক্তভোগী প্রার্থীরা হলেন চশমা প্রতীকের আব্দুল হান্নান শেখ ও আনারস প্রতীকের দেলদার রহমান দিলু। এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান শেখ বলেন, শনিবার রাতে ৩০/৪০ জনের একটি মোটরসাইকেলের বহর আমার বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও গালিগালাজ করে। তারা আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। এর আগেও মোটরসাইকেলে করে কয়েকজন আমার বাসভবনে গিয়ে গালিগালাজ করে। বিষয়টি আমি লিখিতভাবে জেলা রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দাখিল করেছি। অপর স্বতন্ত্র প্রার্থী দেলদার রহমান দিলু বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী আবু তোয়বুর রহমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত উচ্চ স্বরে শব্দ করে মোটরসাইকেলের বহর নিয়ে আমার বাসভবনে গিয়ে আমাকে খুঁজে এবং গালিগালাজ করে। এ বিষয়ে কথা বলতে আওয়ামী লীগের প্রার্থী আবু তোয়বুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু সারোয়ার বকুল মোটরসাইকেল শো-ডাউন করার কথা ছিল বলে জানা যায়। জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলমগীর জানান, এ বিষয়ে আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। আগামীকাল ১৭ অক্টোবর পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-আওয়ামীলীগ দলীয় প্রার্থী জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, স্বতন্ত্র প্রার্থী পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান শেখ ও পঞ্চগড় বিসিকনগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এম দেলদার রহমান দিলু।

[wps_visitor_counter]