বিরামপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

প্রকাশিত : অক্টোবর ২২, ২০২২ , ৭:৪৮ অপরাহ্ণ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই শ্লোগানে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে দিবসটি উপলক্ষে পৌর শহরের ঢাকা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সমবেত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুণ্ড, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, উপজেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল হোসেন, ইজিবাইক মালিক-চালক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম প্রমুখ। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায়, সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি-বর্গসহ মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস এর বিভিন্ন দিক তুলে ধরে সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সবাইকে একসাথে কাজ করা এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।

[wps_visitor_counter]