চাঁপাইনবাবগঞ্জে দুলর্ভপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আজম নির্বাচিত

প্রকাশিত : নভেম্বর ২, ২০২২ , ৮:৪২ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সীমানা জটিলতায় দুই দফা স্থগিতের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী গোলাম আজম ১৭ হাজার ৭৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আবু আহমেদ নজমুল কবির মুক্তা পেয়েছেন ১২৫৯৪ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রশিদ সনু পেয়েছেন ১ হাজার ৮০৭ ভোট। বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ হাজার ১৪০ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন গোলাম আজম। এ নির্বাচনে ৮০ দশমিক ৫৪ শতকরা ভোট পড়েছে। এতে বাতিল হয়েছে ৭০ ভোট। এর আগে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

[wps_visitor_counter]