চাঁপাইনবাবগঞ্জে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : নভেম্বর ৮, ২০২২ , ৫:০৭ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানি” এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে গণ-প্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে র‍্যালির শুভসূচনা করা হয়। পরে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম। পরে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত বিভাগে গিয়ে শেষ হয়। র‍্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলী, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

[wps_visitor_counter]