চাঁপাইনবাবগঞ্জে ১০ মাদকসেবী আটক

প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২২ , ৭:১৫ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এর গণ শৌচাগারের উত্তর পাশে ও হরিপুর বীর মুক্তিযোদ্ধা নায়েক নবীর উদ্দিন এর কবর সংলগ্ন উপশহর থেকে মাদক সেবনের অপরাধে ১০ জনে মাদক সেবীকে আটক করেছে র‍্যাব-৫। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার চক আলমপুর গ্রামের মোঃ আলিম আলী (২৭), নয়াগোলা ঘাটপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৩), কৃষ্ণগোবিন্দ পুর (মান্না পাড়া) গ্রামের মোঃ মাসুম হোসেন (২৫), বালিয়াডাংগা (ফিল্ডের পূর্ব পাশে) মোঃ বাবলু (৫০), রাজারামপুর তাবারকপাড়া গ্রামের মোঃ আবুল বাশার (৫২), নামোশংকরবাটি মাওরিপাড়া গ্রামের মোঃ দ্বীন ইসলাম @ আবু (৫২),রামচন্দ্রপুর বেহারা পাড়ার মোঃ জাহাঙ্গীর আলম (৪০),রেলবাগান গ্রামের মোঃ হোসেন (৩০),হুজরাপুর খালঘাট এলাকার মোঃ মিজানুর রহমান (২৮) ও মসজিদপড়ার মোঃ টুটুল (৪০)। র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল এর গণ শৌচাগারের উত্তর পাশে ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার হরিপুর বীর মুক্তিযোদ্ধা নায়েক নবীর উদ্দিন এর কবর সংলগ্ন উপশহরের মাঝ বরাবর রাস্তার পাশে পিলারের স্তূপের উপর কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় (ক) গাঁজা-০২(দুই) গ্রাম, (খ) গ্যাস লাইটার -০২(দুই)টি, (গ) কাগজের পাইপ-০১(এক)টি সহ আসামী ১। মোঃ আলিম আলী (২৭), পিতা-মোঃ একরাম হক, মাতা-মোছা: রুমালী বেগম, সাং-চক আলমপুর, ২। মোঃ দেলোয়ার হোসেন (২৩), পিতা-মোঃ দুলাল উদ্দিন, মাতা-মোছা: শেফালী বেগম, সাং-নয়াগোলা ঘাটপাড়া, ৩। মোঃ মাসুম হোসেন (২৫), পিতা-মৃত মোয়াজ্জেম হোসেন, মাতা-মোছা: রুবিয়া বেগম, সাং-কৃষ্ণগোবিন্দপুর (মান্না পাড়া), ৪। মোঃ বাবলু (৫০), পিতা-মৃত বাহারউল্লাহ, মাতা-মোছা: সাইমুন বেগম, সাং-বালিয়াডাংগা (ফিল্ডের পূর্ব পাশে), ৫। মোঃ আবুল বাশার (৫২), পিতা-মৃত আলহাজ মকবুল হোসেন, মাতা-মোছা: শওকতআরা বেগম, সাং-রাজারামপুর তাবারকপাড়া, ৬। মোঃ দ্বীন ইসলাম @ আবু (৫২), পিতা-মৃত ইব্রাহিম বিশ্বাস, মাতা-মৃত মেহেরুন নেছা, সাং-নামোশংকরবাটি মাওরিপাড়া, ৭। মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা-মৃত গোলাম মতুর্জা, মাতা-মোছা: রেফালী বেগম, সাং-রামচন্দ্রপুর বেহারা পাড়া, ৮। মোঃ হোসেন (৩০), পিতা-মৃত তসলিম উদ্দিন, মাতা-মোছা: সজ্জমা খাতুন, সাং-রেলবাগান, ৯। মোঃ মিজানুর রহমান (২৮), পিতা-মোঃ তাজিমুল হক, মাতা-মোছা: সুফিয়া বেগম, সাং-হুজরাপুর খালঘাট, ১০। মোঃ টুটুল (৪০), পিতা-মোঃ নাসির উদ্দিন, মাতা-মৃত তাহলিমা বেগম, সাং-মসজিদপড়া, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর,জেলা- চাঁপাইনবাবগঞ্জদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক সেবীগণ বিভিন্ন এলাকা থেকে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জন-বিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়।

[wps_visitor_counter]