চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২২ , ৭:০৮ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলায় ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুল চত্বরে এই মেলায় উদ্বোধন করা হয়। ১৬ ও ১৭ নভেম্বর দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৭০টি স্টল রয়েছে। সকাল ১০টায় কালেক্টরেট ইংলিশ স্কুল চত্বরে এ মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুল চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, উপ-পরিচালক স্থানীয় সরকার দেবেন্দ্র নাথ উরাঁও, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা পলাশ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমান। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]