All Menu/p>

আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ-এই শ্লোগানে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে । জেলা খাদ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর এলএসডি প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাওসহ ডিলার ও কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ২১১৫ মেট্রিক টন ধান ও ১১৩৪৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। প্রতি কেজি চাল ২৮ টাকা ও সিদ্ধ চাল ৪২ টাকা করে ক্রয় করা হচ্ছে। কৃষক অ্যাপসের মাধ্যমে এসব চাল কিনছে খাদ্য বিভাগ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top