আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছে অটিজম শিশু সাফি

প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২২ , ৮:৫১ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক নেটওয়ার্ক সংগঠন ডিজঅ্যাবল্ড পিপলস্ ইন্টারন্যাশনাল (ডিপিআই) সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬০টি দেশের বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের অঙ্কিত ছবি প্রদর্শন করা হয়। দক্ষিণ কোরিয়া ১ম, দ্বিতীয় চীন এবং বাংলাদেশের অটিজম প্রতিবন্ধী শিশু মোঃ সোহেল রানা সাফি ৩য় হয়েছে। উল্লেখ্য, মোঃ সোহেল রানা সাফি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নদী মাতৃক বাংলাদেশের গ্রামীণ দৃশ্য ছবি এঁকে এ সম্মাননা লাভ করে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকার মোঃ মাইনুল ইসলামের ছেলে এবং সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ শাখার একজন ছাত্র। ৮ই নভেম্বর ২০২২, দক্ষিণ কোরিয়ায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন শিশুটির হাতে সম্মাননা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ডিপিও’ডির চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রধান শিক্ষক মোসা: আম্বিয়া খাতুন মিলি ও সংগঠক মোঃ ইসমাইল হোসেনসহ অন্যরা।

[wps_visitor_counter]