মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের মতবিনিময়

প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২২ , ৬:২৯ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২৩৫৯) এর আগামী ৩১ ডিসেম্বর ত্রিবার্ষিক নির্বাচন-২০২২ উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় করেছেন বিভিন্ন পদ প্রার্থী ও নেতৃবৃন্দরা। সোমবার (২৯ নভেম্বর) বিকালে সংগঠনের এক অস্থায়ী অফিসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে জানানো হয়, গত কমিটির মেয়াদ এক বছর তিন মাস অতিক্রান্ত হওয়ায় শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন করার জন্য তাগিদ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে আগামী ৩১ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে। নির্বাচনের লক্ষে গত ১২ নভেম্বর শ্রম দপ্তরের কর্মকর্তা পারভেজ আহমেদসহ পৌর কাউন্সিলর ও বিভিন্ন উপজেলার শ্রমিক নেতার সমন্বয়ে ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাচন উপ-পরিষদ গঠন করা হয়েছে। নির্বাচন উপ-পরিষদ হিসাবে রয়েছেন, পৌর কাউন্সিলর মোঃ জালাল আহমদ (চেয়ারম্যান), ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান (ভাইস চেয়ারম্যান), পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু (ভাইস চেয়ারম্যান), আজাদুর রহমান অদুদ, সাধারণ সম্পাদক জেলা শ্রমিক ইউনিয়ন (২৪০৩) (ভাইস চেয়ারম্যান), মোঃ ফজলুল আহমদ, সভাপতি জেলা শ্রমিক ইউনিয়ন (১২২৩) (ভাইস চেয়ারম্যান), পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক (সদস্য সচিব), মোঃ রুমেল আহমদ (সদস্য), এড মোঃ গৌছ উদ্দিন লিক্য্রন (সদস্য), মোঃ শামিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক জেলা শ্রমিক ইউনিয়ন (১২২৩), (সদস্য), মোঃ ছালেহ আহমদ, সাধারণ সম্পাদক জেলা শ্রমিক ইউনিয়ন (১২২৩), (সদস্য), মোঃ জাকারিয়া আহমদ (সদস্য), মোঃ লাল মিয়া, বড়লেখা, (সদস্য), মোঃ শাহাজান মিয়া, কুলাউড়া, (সদস্য), মোঃ আতাউর রহমান, রাজনগর, (সদস্য), মোঃ আলমাছ মিয়া, কমলগঞ্জ, (সদস্য), এমএ সালাম, শ্রীমঙ্গল, (সদস্য), মোঃ তাজ উদ্দিন, বড়লেখা, (সদস্য)। এছাড়া কুলাউড়া উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালন করবেন, মোঃ সফি আহমদ সলমান, চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা পরিষদ, শ্রীমঙ্গলে ভানু লাল রায়, চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও বড়লেখায় দায়িত্ব পালন করবেন মোঃ তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান, বড়লেখা উপজেলা পরিষদ। কিন্তু জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-০০৪) নামে একটি সংগঠন নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। নেতৃবৃন্দরা আরো জানান, মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২৩৫৯) সংগঠনটির সারা জেলায় প্রায় ৬৫ হাজার সদস্য রয়েছে। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে সংগঠনের নেতাকর্মীরা আজ বদ্ধ পরিকর। সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভায় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি পদ প্রার্থী সেলিম আহমদ, সাধারণ সম্পাদক পদ প্রার্থী ইকবাল হোসেন মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক পদ প্রার্থী আলী হায়দার, দিলু আহমদ এবং জামাল আহমদ, জবলুল আহমদ, নোমান আহমদ, ছালাম মিয়া, রফিকুল ইসলাম, ইদন আহমদ, বাদল আহমদ, সোহাগ আহমদ, সেলিম আহমদ, রাহয়ান আহমদ ডাবলু, রহিম মিয়া, রুখন আহমদসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্ট্যান্ডের ও ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]