ঝিনাইদহে ৩ হাজার কৃষককে সার ও বীজ বিতরণ

প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২২ , ৬:৪৭ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার-বীজ বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ এডভোকেট. সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেলসহ অন্যান্যরা কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করেন। কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী জানান, ২০২২-২৩ মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ৩ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। আগামী ১ সপ্তাহের মধ্যে আরও ৬ হাজার ৯’শ কৃষকের মাঝে বিনামূল্যে এই উপকরণ দেওয়া হবে।

[wps_visitor_counter]