চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব এইডস দিবস পালন

প্রকাশিত : ডিসেম্বর ১, ২০২২ , ৬:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” শ্লোগানে বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। প্রতি বছরের ন্যায় পহেলা ডিসেম্বর দিবসটি পালন করা হয় নানা আয়োজনে। দিবসটি পালন উপলক্ষে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এস.এম মাহমুদুর রশিদ। সভায় এইডস বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট চিকিৎসক মো. মুসলেউদ্দিন। জেলা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোসা. শামসুন্নাহারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল শামস তিলক, জেলা সার্ভিলেন্স অফিসার চিকিৎসক মো. শাহরিয়ার আলম, যেহেতু এটা কোন ছোঁয়াচে রোগ নয় সেহেতু আক্রান্তদের পাশে থেকে তাদের সাথে সামাজিক আচরণের মাধ্যমে মনোবল জোরদার রাখার আহ্বান জানানো হয় সভায়। এর আগে আলোচনা সভার শুরুতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

[wps_visitor_counter]