শিবগঞ্জে আমচাষী উদ্যোক্তাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশিত : ডিসেম্বর ১, ২০২২ , ৭:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে আমচাষী, উৎপাদনকারী, উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা, পরিকল্পনা ও করণীয় শীর্ষক আম সংগঠন ও উদ্যোক্তাদের সঙ্গে পরামর্শমূলক মতবিনিময় সভা করেছেন সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা সুইচ কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন আমবাগানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন, সুইজারল্যান্ডের কেএম কনসাল্টেন্ট ওলেনা ক্রিলোভা। এ সময় উপস্থিত ছিলেন, সুইচ কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের পাবলিক সেক্টর স্পেশালিষ্ট রোকন উদ্দীন আহমেদ, সিনিয়র অফিসার সাকিব খান ও কো-অডিনেটর নাহিদ সুলতানা। সভায় আম চাষি, উৎপাদনকারী, উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা, রপ্তানি ও বাজারজাতকরণে সমস্যা, পরিকল্পনা ও করণীয়সহ বিভিন্ন বিষয় মতামত প্রদান ও প্রস্তাবনা দেন ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব ও আম উদ্যোক্তা আহসান হাবিব। এ সময় সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। শেষে মডেল ম্যাংগো ও কৃষি প্রকল্প পরিদর্শন করেন প্রতিনিধি দল।

[wps_visitor_counter]