মমেক হাসপাতালে নিউমোনিয়া ও শীত জনিত রোগে ২ দিনে ২৫ শিশুর মৃত্যু

প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২২ , ৯:৩৩ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শীত জনিত রোগে আক্রান্ত হয়ে নবজাতক ও শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি গত দুই দিনে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নবজাতকের মৃত্যু হয়েছে। হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব নবজাতক মারা যায়। যাদের বয়স ১ থেকে ২৮ দিন। মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজি বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১১ নবজাতক এবং পরের ২৪ ঘণ্টায় ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। তারা সবাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তিনি আরও জানান, বর্তমানে ওয়ার্ডটিতে ৬২৩ জন নবজাতক ও শিশু ভর্তি আছে। তাদের বেশিরভাগই শীত জনিত সমস্যায় ভুগছে। তবে তাদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধসহ সব ধরনের প্রস্তুতিও রয়েছে বলে জানান উপ-পরিচালক। শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডাঃ বিশ্বজিৎ চৌধুরী জানান, শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের ওয়ার্ডে শীত জনিত শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত নবজাতক ও শিশু রোগীর সংখ্যাবাড়তে শুরু করেছে। এ সময়টাতে বাড়িতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ঠাণ্ডা-কাশি শুরু হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের প্রধান ডাঃ নজরুল ইসলাম বলেন,‘শীত বাড়ার সঙ্গে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।এই ওয়ার্ডে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। নবজাতক ও শিশুদের সুচিকিৎসায় চিকিৎসক-নার্স এবং অন্যান্য কর্মচারীরা তৎপর আছে।’

[wps_visitor_counter]