শীতবস্ত্র হস্তান্তর করেছে আশা

প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২২ , ৬:২৩ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা-আশা। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের নিকট ৩৫০টি কম্বল হস্তান্তর করেন আশা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মকর্তারা। এনজিও আশা’র জেলা ব্যবস্থাপক মো. ফজলে রাব্বী জানান, প্রতিবছর সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবছর চাঁপাইনবাবগঞ্জে ৩৫০টি কম্বল দিবে আশা। জেলা প্রশাসকের মাধ্যমে সুষ্ঠুভাবে বণ্টনের জন্য তা হস্তান্তর করা হয়েছে। গরিব অসহায় মানুষদের মাঝে এই শীতে যাতে কিছুটা উষ্ণতা ছড়িয়ে দেয়া যায়, সেলক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র জেলা ব্যবস্থাপক মো. ফজলে রাব্বী, আঞ্চলিক ব্যবস্থাপক আবু হেনা মো. মোস্তফা রউফ, ব্রাঞ্চ ব্যবস্থাপক মো. আমানুল্লাহ, সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. রাইহানুল হক।

[wps_visitor_counter]