মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

প্রকাশিত : ডিসেম্বর ১৫, ২০২২ , ৫:৪০ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার ১৬ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ০৭ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ২২ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ০৭ (সাত) জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট (গানার) মো: আব্দুল করিম, (আর্টিলারি); অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো.আবদুল কাদের মিঞা,ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: জামাল উদ্দিন, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (এসএমএস) মোঃ জামাল উদ্দিন, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো:জাকারিয়া, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (স্টেনো) মোঃ এনামুল হক, এসিসি; অনারারী লেফটেন্যান্ট,শামসুদ্দিন আহমেদ, এইসি । সেনাবাহিনীর ২২ (বাইশ) জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) আবুল খায়ের মোহা: আজাহার হোসেন, আর্মার্ড; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো: আ: হামিদ, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওবিএম) মো: এমদাদ আলী সিকদার, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (টিএস) মো: আব্দুল সবুর, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওইপি) মো: এমদাদুল হক, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস) মো:আব্দুল হাই, সিগন্যালস; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: গোলাম মোস্তফা ডাক, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) শেখ আজিজুর রহমান, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: মাহফুজুর রহমান, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: রেজাউন নবী, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) ফরিদ আহম্মেদ, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ব্রাসব্যান্ড) মোহাম্মদ মজিবুর রহমান, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ ইউসুফ ভূঁঞা, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ সিরাজুল ইসলাম, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: ছমেদ আলী, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) আব্দুর রউফ গাজী, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো: আরিফুর রহমান, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো: তরিকুল ইসলাম, অর্ডন্যান্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (টিএসএ) মো: আতিয়ার রহমান, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো: রেজাউল হক সরকার, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) আবদুল আলীম হাওলাদার, সিএমপি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) এস এম আবুল কালাম আজাদ, এএমসি ।

বাংলাদেশ নৌবাহিনী:-
এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ২৬ (ছাব্বিশ) জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- মোহাম্মদ জাহের মিঞা, এমসিপিও (এল); মোহাম্মদ মফিজুল ইসলাম, এমসিপিও (ই), মোহাম্মদ মেহের উল্ল্যা, এমসিপিও (এস); মোহাম্মদ মিজানুর রহমান, এমসিপিও (ই); মুহাম্মদ শাহ আলম, এমসিপিও (কম); মোহাম্মদ আশরাফ হোসেন সরদার, এমসিপিও (মেড) (আইসিএ); মো: আব্দুল আলীম, এমসিপিও(ই); মো:আবু তাহের, এমসিপিও (এক্স) (জিআই); মোহাম্মদ সালাউদ্দিন, এমসিপিও (আর); মোহাম্মদ আব্দুল আউয়াল, এমসিপিও (ই), এনইউপি; মোহাম্মদ নুরুল হুদা, এমসিপিও (এস); মোহাম্মদ রোকন উদ্দিন, এমসিপিও (রেগ); মোহাম্মদ ইকবাল হোসেন, এমসিপিও (এক্স) (সিডি-১); মোহাম্মদ মাসুদ রানা, এমসিপিও (এক্স) (এফসি-১); মোহাম্মদ মতিয়ার রহমান, এমসিপিও (ক্যাট); মোহাম্মদ আব্দুল মালেক, এমসিপিও (এক্স) (এফসি-১), এনইউপি, বিসিজিএমএস; মোহাম্মদ মহিউদ্দিন, এমসিপিও (এক্স) (জিআই); মোহাম্মদ সাদেকুল আরেফিন, এমসিপিও (এক্স) (কিউএ-১); মোহাম্মদ আবুল হাশেম, এমসিপিও (এক্স) (কিউআরপি-১); মুহাম্মদ জয়নাল আবেদীন, এমসিপিও (এক্স) (এসআর-১); মোহাম্মদ আবদুল খালেক, এমসিপিও (এক্স) (কিউআরপি-১); মীর মো: মাহবুবার রহমান, এমসিপিও, (এক্স) (পিটি-১); মোহাম্মদ আব্দুল আউয়াল, এমসিপিও (মিউজ); মোহাম্মদ আব্দুছ ছালাম, এমসিপিও (মেড) (আইসিএ); মোহাম্মদ বদিউজ্জামান, এমসিপিও (এল); ও মোহাম্মদ মিজানুর রহমান, এমসিপিও (এল)।
সেনাবাহিনী ও নৌবাহিনীর এ অনারারী কমিশন ১৬ ডিসেম্বর ২০২২ থেকে কার্যকর মর্মে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

[wps_visitor_counter]