অসহায়দের মাঝে হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত : ডিসেম্বর ১৯, ২০২২ , ৫:০০ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রোটারী ক্লাব অব বেগমগঞ্জ এর জেলা গভর্নরের অফিসিয়াল ক্লাব ভিজিট, চার্টার সেলিব্রেশন, প্রথম অভিষেক অনুষ্ঠান ও দু:স্থ এবং অসহায়দের মাঝে হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী ইন্টার ন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ এর গভর্নর রুহেলা খান চৌধুরী পিএইচএফ। গতরাতে চৌমুহনী হ্যাং আউট রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাস্ট ডিস্ট্রিক গভর্নর দিল নাশিন মোহসীন, সদ্য ফাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোঃ জালাল উদ্দীন বাবলু, ডিস্ট্রিক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহ জাহান, ডিস্ট্রিক ফাস্ট জেন্টলম্যান জিয়া উদ্দিন চৌধুরী। প্রোগ্রাম চেয়ার রোটা ফরিদ উদ্দীনের সভাপতিত্বে চাটার প্রেসিডেন্ট প্রফেসর মোঃ হাবিবুর রহমানের কল অন অর্ডার করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তার পর কোরআন থেকে তেলাওয়াত করেন রোটা শহীদুল ইসলাম। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটা সৈয়দ মারুফুজ্জামান রাসেল, অনুষ্ঠানে চাটার প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমান ক্লাবটি সৃষ্টির পটভূমি তুলে ধরেন। ক্লাব চাটার সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক সকল বিজ্ঞাপন দাতা ও আগত অতিথি বৃন্দ এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। সকল ক্লাব মেম্বার ও স্পাউজদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ক্লাব এডভাইজার ও জেলা কো-অডিনেশন আবদুল করিম খোন্দকার পি এইচ এফ ক্লাব অ্যাসাইন্ড গভর্নর মোঃ আবুল হোসেন মেম্বার ও অতিথিদের ধন্যবাদ জানান। ডিপুটি গভর্নর মোঃ ওমর ফারুক ও শরফদ্দীন রিপন রোটারী ক্লাব অব চৌমুহনীর ফাস্ট প্রেসিডেন্ট- সেক্রেটারি ও অন্যান্য রোটারীয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রোটারী ইন্টার ন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর রুহেলা খান চৌধুরী পিএইচএফ বলেন, সারা বিশ্বে দুঃস্থ নিপীড়িত অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণ সাধনের জন্য রোটারী ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। তিনি বলেন, চিত্ত ও বিত্তের সমন্বয়ের মাধ্যমে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করাই রোটারীয়ানদের লক্ষ্য। তিনি আরও বলেন, রোটারী ক্লাব সারা বিশ্বে পরিবেশ দূষণ রোধ কল্পে, শান্তি স্থাপনে, ওয়াটার এন্ড স্যানিটেশন, শিক্ষা ও স্বাক্ষরতা, মা ও শিশু স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কাজ করে থাকে। রোটারী ক্লাব অব বেগমগঞ্জ গত ১৬ সেপ্টেম্বর /২২ আন্তর্জাতিক ভাবে অনুমোদন পেয়ে এত অল্প সময়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য এত গুলো প্রজেক্ট এবং সুন্দর একটি অভিষেক অনুষ্ঠান করার জন্য ক্লাবের সকল রোটারীয়ানদের ধন্যবাদ জানান।

[wps_visitor_counter]