আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নোয়াখালীতে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত : ডিসেম্বর ১৯, ২০২২ , ৫:০৪ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নোয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, চেক বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন পাটোয়ারীসহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে একই প্রতিপাদ্যে এনজিও সংস্থা ব্র্যাকের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এ সময় চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্যাহ, সহকারী সহকারী কমিশনার আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হান্নান পাটোয়ারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন সোহেল, এনজিও প্রতিনিধি তানজিনা আক্তার সহ অনেকে বক্তব্য রাখেন। জেনে শুনে বৈধ পথে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই পাওয়া যায়। সকল নিয়ম মেলে বৈধ পথে বিদেশ যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

[wps_visitor_counter]