চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ২২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলন মেলা

প্রকাশিত : ডিসেম্বর ২০, ২০২২ , ৬:৪৩ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিজিবি’র ২২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র আয়োজনে মিলন মেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যানপুরস্থ ৫৩ বিজিবি’র সদর দপ্তরে জেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও বিজিবি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সৈনিকরা এই মিলন মেলায় অংশ নেয়। এ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল নাহিদ হোসেন। অতিথি ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম বার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কামাল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, জেল সুপার মজিবুর রহমান মজুমদার, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালকসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধি। মিলন মেলায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এবং ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহাঃ জোনাব আলী, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সাজু ও সাধারণ সম্পাদক কামাল শুকরানা, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আকতারুজ্জামান ও সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, সময় টিভি’র প্রতিনিধি মোঃ রকি, সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোঃ রফিকুল আলম, ডিবিসি’র প্রতিনিধি মোঃ জহুরুল ইসলাম, এশিয়ান টিভি’র প্রতিনিধি মোঃ নাদিম হোসেন, আমিনুল ইসলাম, মোঃ ইসাহাক আলী, ওয়ালিউজ্জামান রুবেল, মোঃ নাদিম হোসেন, মোঃ আজিম, মেহেদী হাসান সিয়াম, মোঃ আসাদুল্লাহসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া-কর্মীরা। শেষে মধ্যাহ্নভোজনে অংশ নেন অতিথিসহ উপস্থিত সকলে।

[wps_visitor_counter]