সিএমজি বেতার দিবস উদযাপন

প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২২ , ৮:৪৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের সঙ্গে চীনের যোগাযোগ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন ও বাণিজ্য অংশীদার চীন। দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য চীনের গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমের যোগাযোগ বৃদ্ধি করা প্রয়োজন। এই প্রয়োজনীয় কাজটি করে চলেছে চায়না মিডিয়া গ্রুপের ঢাকা ব্যুরো। এমন কথাই উঠে আসে ‘সিএমজি বেতার দিবসের’ অনুষ্ঠানে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশান কার্যালয়ে ঘরোয়া-ভাবে ‘সিএমজি বেতার দিবস’ উদযাপন করে চায়না মিডিয়া গ্রুপের ঢাকা ব্যুরোর সাংবাদিকরা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক হোসনে আরা তালুকদার, রেডিও ভূমির প্রধান নির্বাহী শামস সুমন, রেডিও ঢোলের প্রধান নির্বাহী সিলভিয়া পারভীন লেনি, নারী উদ্যোক্তা তানিয়া ওয়াহাব, শিক্ষাবিদ শাহ নিসতার জাহান, সংগীতশিল্পী ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী। অনুষ্ঠানে ঢাকা ব্যুরোর পরিচিতি এবং এই ব্যুরো নির্মিত রেডিও অনুষ্ঠানগুলোর পরিচিতি তুলে ধরেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা। ঢাকা ব্যুরো থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হলো আকাশ ছুঁতে চাই (নারী ও মানবাধিকার বিষয়ক অনুষ্ঠান), ব্যবসাপাতি (ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান), আপন আলোয় (শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান) এবং দেহঘড়ি (স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান)। অনুষ্ঠানগুলো সঞ্চালক শান্তা মারিয়া, সাজিদ রাজু, মাহমুদ হাশিম ও হাবিবুর রহমান অভি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সিএমজি ঢাকা ব্যুরোর কর্মীদের পরিবেশনায় শ্রুতি নাটক উপভোগ করেন অতিথিরা। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠানটির জন্মদিনও পালন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]