চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজের উদ্বোধন

প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২২ , ৩:৩১ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জের শেখ হাসিনা সেতু ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর সংযোগ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে পৌর এলাকার বিনপাড়া মীরের খৈয়ল্যান মোড়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাইয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা সেতুর সংযোগ সড়ক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শাহানুর, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আহরাম আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ কৃষিবিদ রোকনুজ্জামান। ৯০৬ মিটার সড়ক নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৬০ লাখ ৯ হাজার ৩৭৬ টাকা। এর আগে সড়ক নির্মাণের জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে ৭০ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকা।

[wps_visitor_counter]