নওগাঁর পত্নীতলায় গণ গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২২ , ৮:২০ অপরাহ্ণ

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা গণ গবেষণা ফোরাম এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পত্নীতলা এলাকা রাজশাহী অঞ্চল এর সহযোগিতায় উপজেলার ১৫১টি গণ গবেষণা সমিতির দ্বিতীয় গণ-গবেষক সম্মেলন বৃহস্পতিবার নজিপুর জেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়েছে। “সংগঠিত মানুষ-সামাজিক পুঁজি; স্থানীয় সমস্যার সমাধান নিজেরাই খুঁজি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গণ গবেষণা সম্মেলনের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পত্নীতলা এলাকা রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী আছির উদ্দীন এর সঞ্চালনা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সুজন উপজেলা ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সুজন উপজেলা সাঃসম্পাদক জয়নাল আবেদীন। এসময় উপজেলা গণ গবেষণা সমিতির সদস্যদের ভোটে উপজেলা ফোরাম নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান ও সাঃসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিলন কুমার মন্ডল।

[wps_visitor_counter]