পঞ্চগড়ে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

প্রকাশিত : জানুয়ারি ১, ২০২৩ , ১০:৫৫ পূর্বাহ্ণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পুরাতন বছরের সাথে অতীতকে বিদায় দিতে ও ২০২৩ এর নতুন বছরকে স্বাগতম জানাতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ও গ্রাম-গঞ্জে নানা আয়োজন করেছে সাধারণ মানুষ। এদিক যে কোন নাশকতা, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পঞ্চগড় জেলা পুলিশ। পঞ্চগড় জেলা শহরসহ ট্রাক টার্মিনাল ও জেলার বিভিন্ন এলাকায় মানুষজনেরা ভুড়িভোজনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে শনিবার (৩১ ডিসেম্বর) রাতে বাড়তি সতর্কতার বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। তিনি জানান, বর্ষবরণকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। এসময়ে যেন কোনো নাশকতা, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। জেলার বিভিন্ন পয়েন্ট ও মূল স্থানগুলোতে সাদা পোষাকে পুলিশের টিম ডিউটি পালন করছে।

[wps_visitor_counter]