নওগাঁর পত্নীতলায় অসকস এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৩ , ৫:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় অসকস-বাংলাদেশ’ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি) পত্নীতলা শাখার উদ্বোধন উপলক্ষে শনিবার উপজেলা সদর বাস-স্ট্যান্ড এলাকার নজিপুর-নওগাঁ সড়কের মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অসকস পত্নীতলার সভাপতি ল্যাঃ কর্পোঃ (অব:) মোরশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। প্রধান আলোচকের বক্তব্যে অসকস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নওগাঁ জেলা সভাপতি সার্জেন্ট (অব:) সাইদুল ইসলাম হেলাল বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী, জনকল্যাণমূলক, সামাজিক সংগঠন অসকস-বাংলাদেশ। অসকস পত্নীতলার সাঃসম্পাদক সার্জেন্ট (অব:) আমজাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ, সাবেক জেলা পরিষদের সদস্য ও পত্নীতলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, অসকস পত্নীতলার উপদেষ্টা লে: (অব:) আব্দুস সালাম, সিনিঃ ওয়াঃ অফিসার (অব) বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম, ওয়াঃ অফিসার (অব) আব্দুল কাদের, ওয়াঃ অফিসার (অব) মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নজিপুর বাস-স্ট্যান্ড বণিক কমিটির সাঃসম্পাদক এ.জেড মিজান, প্রো-বনো ল-ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর আহম্মেদ, সাংবাদিক মিজানুর রহমান, অন্যান্য সাংবাদিকবৃন্দ, অসকস জেলা ও উপজেলার সদস্যবৃন্দ, সুধীজন প্রমুখ।

[wps_visitor_counter]