ধামইরহাট উপজেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে বন্ধন

প্রকাশিত : জানুয়ারি ৯, ২০২৩ , ৭:৫৮ অপরাহ্ণ

মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধন নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে শীতবস্ত্র সুষ্ঠুভাবে শীতার্তদের মাঝে বণ্টনের জন্য সোমবার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় ৫০টি কম্বল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করেন বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মকবুল হোসেন। এছাড়াও বন্ধন কর্তৃক সংগঠনের দরিদ্র সদস্য ও উপজেলার বিভিন্ন স্থানে আরও ৫০টি কম্বল বিতরণ করা হয়। হস্তান্তর-কালে বন্ধনের ধামইরহাট শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ফিল্ড অফিসার মাসুদ রানা, সাংবাদিক মো. আবু মুছা স্বপন, ইউপি সদস্য ফাতেমা আকতার ডেজি, যুব মহিলা-লীগ নেত্রী হোসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বন্ধন এনজিও উপজেলার বিভিন্ন এলাকায় উদ্যোক্তাদের চাহিদা মোতাবেক ঋণ দানের পাশাপাশি দারিদ্র বিমোচনে ভূমিকা পালন করে যাচ্ছে।

[wps_visitor_counter]