জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত : জানুয়ারি ১০, ২০২৩ , ৪:০০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের সংগ্রাম জোরদারের লক্ষ্যে মঙ্গলবার (১০ জানুয়ারি) মোহাম্মদপুরস্থ ফোক সেন্টারে সকাল ১০টায় জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে হরেন্দ্রনাথ সিং আহ্বায়ক, অলি কুজুর ও বিশুরাম মুর্মু যুগ্ম-আহ্বায়ক এবং বিভূতী ভূষণ মাহাতোকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট বৃহত্তর ঢাকা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠন সভায় জাতীয় আদিবাসী পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হরেন্দ্রনাথ সিংয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল, যুব ইউনিয়নের নেতা সিয়াম সারওয়ার জামিল, আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি সুমিতা রবিদাস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সভাপতি পরিমল মাহাতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সহ-সভাপতি সুরতি সিং, সাবেক সাধারণ সম্পাদক উজ্জল মাহাতো প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]