বিরামপুরে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরণ কর্মসূচির সেমিনার

প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৩ , ৫:৫৮ অপরাহ্ণ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয় জনপ্রতিনিধিগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
” জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অবহিতকরণ কর্মসূচির সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, দিনাজপুর আয়োজিত ও উপজেলা প্রশাসন বিরামপুর দিনাজপুরের সহযোগিতায় সেমিনারে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খায়রুল আলম রাজু, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক মমতাজ বেগম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুসফিকুর রহমান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুর জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহকারী হারুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মেকুলছুম বানু, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার কাউন্সিল-বৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে উপস্থিত জনপ্রতিনিধিদের মাধ্যমে আজকের নিরাপদ খাদ্য নিশ্চিত করণ ও এর ব্যাপক প্রচারের জন্য উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মুসফিকুর রহমান দৈনিক খাদ্যাভ্যাসে স্বাস্থ‍্যসন্মত খাদ্য গ্রহণ ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বর্জন করণের উপরে জনসচেতনতা গড়ার আহবান জানান।

[wps_visitor_counter]