ময়মনসিংহে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধে অস্ত্রের আঘাতে বাবা ছেলে নিহত

প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৩ , ৮:০০ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে জমির সীমানা নির্ধারণ করতে পার্শ্ববর্তী জমিতে মাপঝোপ করা নিয়ে তর্কাতর্কির জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বাবা-ছেলের নিহত হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চুরখাই জামতলা এলাকায় এ ঘটনায় ঘটে। নিহতরা হলেন ওই এলাকার -আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বিকেলে হাসপাতালে আনার পর দু’জনই মারা গেছেন। এ ঘটনায় আহত তিনজন হলো আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন (১৮) আবুল হাশেম (৪৫) ও আবুল হাশেমের ছেলে আবু সাঈদ(২২)। তারা হাসপাতালে চিকিৎসাধীন। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, চুরখাই গ্রামের আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেন বুধবার দুপুরে তাদের জমির সীমানা নির্ধারণ করতে আমিন (জমি মাপ কারক) নিয়ে সরেজমিনে মাপতে যায়। এ সময় আবুল খায়েরদের জমি পরিমাপে কম হয়। আবুল খায়ের জমি পরিমাপকারীকে নিয়ে পার্শ্ববর্তী কামাল এর জমিতে মাপঝোপ করতে থাকে। তাদের জমিতে কেন আমিন নামানো হলো এ নিয়ে আবুল খায়ের ও কামাল এর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে কামাল তার তিন ছেলে, স্ত্রীসহ অন্যান্যদের নিয়ে ধারালো অস্ত্রসহ অতর্কিত আবুল খায়েরের লোকজনের উপর হামলা করে। এসময় হামলাকারীরা আবুল খায়ের, তার ছেলে ফরহাদকে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত আবুল খায়ের, ছেলে ফরহাদকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এসময় আরও তিনজন আহত হন। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মমেক হাসপাতালে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে চিহিৃত হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

[wps_visitor_counter]