All Menu

পত্নীতলায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা এবং বিদায় ও বরণ অনুষ্ঠান

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা শিক্ষা অফিস ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের আয়োজনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকগণের “বিদায় সংবর্ধনা” ও নব নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকগণের “বরণ অনুষ্ঠান” সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মোখলেসুর রাহমানের সভাপতিত্বে সমন্বয় সভা, বিদায় সংবর্ধনা ও নব নিয়োগ প্রাপ্ত শিক্ষকগণের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার একেএম খোকন, জয়নুল আবেদীন, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ সুধী-জন প্রমুখ। এসময় উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৬ জন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং ৬৯ জন নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষককে ফুল দিয়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বরণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top