নান্দাইলে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৩ , ৫:৪৫ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে অর্ধেক শরীর মাটিতে পুঁতে রাখা অবস্থায় আবু সাঈদ (৫৫) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের আব্দুস সাত্তারের পানের বরজের পাশ থেকে ওই সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু সাইদ ওই এলাকার মৃত ছফির উদ্দিনের ছেলে। তিনি উপজেলার খারুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আবু সাইদ বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে খারুয়া ইউপি’র বনগ্রাম চৌরাস্তা বাজার থেকে ওষুধ কিনে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও আবু সাইদ বাড়ি না ফেরায় তার ছেলেরা খুঁজতে বের হয় এবং মোবাইলে ফোন ডায়াল করতে থাকেন। পরে প্রতিবেশী সাত্তারের পানের বরজের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাইদের ব্যবহৃত নম্বরে ফোন করলে মোবাইলের রিং বেজে শব্দ শুনতে পাওয়া যায়। পরে পানের বরজের ড্রেনে মাথার দিকে অর্ধেক মাটিতে পুঁতে রাখা অবস্থায় আবু সাইদকে দেখতে পেয়ে থানায় খবর দেন ছেলেরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ৯ টার দিকে নান্দাইল মডেল থানায় নিয়ে আসে।
নান্দাইল মডেল থানার এসআই আব্দুল কাদির বলেন, প্রতিবেশী সাত্তারের সঙ্গে নিহত আবু সাইদের টাকার লেনদেন ছিল। এই টাকা লেনদের জন্যই সাত্তার তার লোকজন নিয়ে আবু সাইদকে কুপিয়ে হত্যা করতে পারে বলে ধারণা করছেন তার ছেলেরা। এ ঘটনার পর সাত্তার ও তার পরিবারের লোকজন পালিয়েছে। নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, রাতেই পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

[wps_visitor_counter]