ঠাকুরগাঁওয়ে ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ১০:২৬ অপরাহ্ণ

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁও পৌর শহরের বিজিবি ক্যাম্পের সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের সত্যপীর ব্রিজ নির্মাণে ধীর গতিসহ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্রিজের কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার, পুরাতন মালামাল দিয়ে এপ্রোচের কাজ করাসহ নানা অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেড এর বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ব্রিজের এস্টিমেট সংক্রান্ত তথ্য চাইলে তারা সড়ক ও জনপদ বিভাগকে দেখিয়ে দেয়। আবার সড়ক ও জনপদের কাছে গেলে তারা বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে সব তথ্য আছে। এমন দায়সারা আচরণে জনগণের কাছে নির্মাণ কাজের সঠিক তথ্য নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের পরিচালকের মধ্যে বার্ষিক কর্মসম্পাদক চুক্তিতে উল্লেখ আছে সরকারি দপ্তর/সংস্থা সমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সুসংহত-করণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০২১ এর যথাযথ বাস্তবায়ন। কিন্তু এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে সম্পূর্ণ উল্টোটা লক্ষ্য করা গেছে।
সড়ক ও জনপদ বিভাগের ওয়েবসাইট থেকে জানা যায়, জাইকা’র অর্থায়নে জুলাই, ২০১৯ হতে জুন, ২০২০ অর্থ বছরের জন্য ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় দেশের পশ্চিম অঞ্চলের ২৬টি জেলায় জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কে ৮২টি ব্রিজ নির্মাণের নিমিত্তে ২০১৯ সালের ১৮ জুন সরকারের সড়ক ও জনপথ বিভাগের সাথে চুক্তি হয়। চুক্তি মোতাবেক ৭টি প্যাকেজে কাজটি বাস্তবায়ন করা হবে। ২০১৯ সালের ২৫ এপ্রিল দরপত্র আহবান করা হয় এবং ২০২১ সালের জুন মাসের মধ্যে নির্মাণ কাজ সমাপ্তি হওয়ার কথা রয়েছে। সাইনবোর্ডের তথ্য অনুযায়ী প্যাকেজ পি-ডব্লিউ-০৬ এন এর আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেড ২০২০ সালের ১২ অক্টোবর ব্রিজের কাজ শুরু করে। যা দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজ সমাপ্তি হচ্ছে না। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং অনেকে দুর্ঘটনারও শিকার হয়েছেন। এই জনদূর্ভোগ থেকে রক্ষা পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। ঠাকুরগাঁও পৌর শহরের কলোনি এলাকার বাবুল হোসেন বলেন, এই ব্রিজের কাজ যেভাবে করা হচ্ছে, তা কয়েক বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে। হাজিপাড়ার বাসিন্দা সোহেল রানা বলেন, যেভাবে কাজটা হচ্ছে মনে হয় দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। জনগণের কোটি কোটি টাকা গচ্ছা যাচ্ছে। ব্রিজের দায়িত্বে থাকা কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেডের সহকারি ইঞ্জিনিয়ার সাব্বির আজিজ বলেন, এই ব্রিজের এস্টিমেট দেওয়া সম্ভব নয়। এই প্যাকেজের আওতায় ৮টি ব্রিজ হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের কাছে গেলে সব তথ্য পাবেন। ঠাকুরগাঁও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাফিউল ইসলামের কাছে ব্রিজের কাজের বিষয়ে তথ্য চাইলে তিনি বলেন, এই তথ্য আমাদের কাছে নেই। এটা পেতে হলে বগুড়া অফিসে যেতে হবে। তিনি তথ্য না দিয়ে উল্টো সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের পরিচালক খান মো. কামরুল আহসান মুঠোফোনে বলেন, এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ম্যানেজারের সাথে কথা বললে সবকিছু জানতে পারবেন।

[wps_visitor_counter]