চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত : মার্চ ২, ২০২৩ , ৭:৫০ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। ‘ভোটার হব নিয়ম মেনে-ভোট দিব যোগ্যজনে’ শ্লোগানে দিবসটি বের হওয়া র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোতাওয়াক্কিল রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুব কবিরসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ। সভায় ভোটার সেবা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। জেলায় নতুন ভোটার সহযোজন হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৬০৫ জন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোতাওয়াক্কিল রহমান।

[wps_visitor_counter]