প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নোয়াখালীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : মার্চ ১১, ২০২৩ , ১১:১৬ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘মান সম্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই শ্লোগানে নোয়াখালীর চাটখিলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একটিভ গ্রুপ ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মশালায় নবীন শিক্ষকদের বরণ, প্রবীণদের বিদায়ী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

[wps_visitor_counter]