রবু হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্রকাশিত : মার্চ ১৬, ২০২৩ , ১১:১৪ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পারিবারিক কলহের জের ধরে ঘটিত হত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া এলাকায় এই মানববন্ধন হয়। রানীনগর এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃত রবিউল ইসলামের স্ত্রী আকলেমা বেগম, ছেলে জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাকারিয়া বাবলু, আনুসহ অন্যরা। বক্তারা বলেন, ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে ২০২২ সালের ১২ জুলাই সন্ধ্যা ৬টায় রানীনগর হঠাৎপাড়ার রবিউল ইসলাম রবুকে নৃশংসভাবে হত্যা করে একই এলাকার নূরুল ইসলাম সাদ, আব্দুল গাফফার আলীসহ ১০ জন। কিন্তু ৮ মাস পার হলেও পুলিশ রবু হত্যার ১ ও ২ নং আসামীকে গ্রেফতার করতে পারেনি বরং আসামীরা এলাকায় এসে মৃত রবুর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। আর তাই রবু হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]