খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি রোধসহ বিদ্যুতের বর্ধিত মূল্য কমাতে হবে

প্রকাশিত : মার্চ ২৩, ২০২৩ , ৪:৩২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘আবারো বিদ্যুতের দাম বেড়েছে, এই নিয়ে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়াল। ক্রমাগত মূল্যস্ফীতি কারণে চাল, ডাল, তেল, লবণসহ খাদ্য পণ্যসহ নিত্য পণ্যের দাম যা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় মিরপুর ১০ নং মেট্রোরেল স্টেশন চত্বরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, খাদ্য-পণ্যসহ নিত্য-পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দরিদ্র শ্রমজীবীর মানুষের জন্য রেশনিং এর দাবিতে পার্টির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসান এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের উৎপাদন ব্যবস্থা এগিয়ে নেয়া এবং জনগণের নিত্যদিনের সকল কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সরকারকে বিদ্যুৎ খাতে সিস্টেম লস ও দুর্নীতি দুর করে বিদ্যুতের দাম মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, পার্টির মহানগর দক্ষিণের আহবায়ক কমরেড কিশোর রায়, পার্টির উত্তরের সদস্য কমরেড তৌহিদুর রহমান, কমরেড তাপস কুমার রায়, কমরেড ইয়াদুল ইসলাম, কমরেড মীর ফিরোজ, শ্রমিক নেতা বাচ্চু মিয়া ও কমরেড হযরত আলী সুমনসহ নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড জাকির হোসেন, কমরেড চিনু রানী দত্ত। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মিরপুর ১০নং মেট্রোরেল স্টেশন চত্বর থেকে শুরু করে বেনারসি পল্লি হয়ে পার্টি কার্যালয় এসে শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]