মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

প্রকাশিত : মার্চ ২৬, ২০২৩ , ৯:৩১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ০২ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ১০ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। অপরদিকে, বাংলাদেশ নৌবাহিনীর ০৪ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী : বাংলাদেশ সেনাবাহিনীর ০২ জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: আমানত আলী, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো: আব্দুল মান্নান মোল্লা, এএমসি । সেনাবাহিনীর ১০ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন:- মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো: মুক্তার হোসেন, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ বোরহান উদ্দিন, ই বেঙ্গল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ সামছু উদ্দিন,ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) সৈয়দ আনিচুর রহমান, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো: আলমগীর হোসেন আকন্দ, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহি:) শ্রী রামকৃষ্ণ পাল, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো:মহিউদ্দিন মিয়া, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) জসীম উদ্দীন, এসিসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার মু:জাফর হোসেন, এইসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমএ) মো: নজরুল ইসলাম।

বাংলাদেশ নৌবাহিনী : বাংলাদেশ নৌবাহিনীর ০৪ (চার) জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন: মোহাম্মদ সাইদুল ইসলাম,এমসিপিও (এক্স) (এফসি-১); মোহাম্মদ আমিনুল ইসলাম, এমসিপিও (এস/ডব্লিউ); মো: রেফাজ উদ্দীন সরদার,এমসিপিও (আর); মোহাম্মদ আমিনুল ইসলাম, এমসিপিও (মেড) (ল্যাবটেক)। সেনা ও নৌবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০২৩ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

[wps_visitor_counter]