একজন সফল ও মহৎ মানুষ দাদাভাই দানবীর মহুল

প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৩ , ১০:১৪ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের ভাষা সৈনিক, জাহেদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুসা মিয়ার বড় সন্তান একজন মানবিক, জন-বান্ধব, নিষ্ঠাবান, জনপ্রিয়, সফল ও মহৎ মানুষ ঝিনাইদহের দাদাভাই নামে পরিচিত দানবীর নাসের শাহরিয়ার জাহেদী মহুল। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা মোঃ নাসের শাহরিয়ার জাহেদী একজন আলোকিত মানুষ। তিনি রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালসের চেয়ারম্যান এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি যশোরে অবস্থিত দেশের প্রথম বেসরকারি উদ্যোগে গঠিত ফুটবল একাডেমি ‘শামস-উল-হুদা ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম রিজেন্ট বোর্ডেরও একজন সদস্য এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের একাধিকবারের নির্বাচিত সভাপতি। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। সফল ব্যবসায়ী, প্রকৃত মানব ও দেশপ্রেমিক, মানুষকে অনাহার থেকে, দুর্ভিক্ষ থেকে, অর্থনৈতিক টানাপোড়ন থেকে মুক্তি দেয়া যায় সেই মিশন নিয়ে শুরু করেছেন জাহেদী ফাউন্ডেশন। জনাব নাসের শাহরিয়ার জাহেদী মহুল দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যে একজন। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে (সদর ও হরিণাকুন্ডু) থেকে অপ্রতিরোধ্য, অপ্রতিদন্ধী একজন ‘হেভি-ওয়েট’ এমপি প্রার্থী, শ্রেষ্ঠ দানবীর, শীর্ষ জনপ্রিয় ব্যক্তিত্ব, সকল শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধেয় দাদাভাই নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ঝিনাইদহ সদর-২ নির্বাচনী এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক গ্রুপিং রয়েছে। সাধারণ ভোটারদের আশা তারা এবার নানামুখী উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের রূপকার নাসের শাহরিয়ার জাহেদী মহুল যদি এমপি নির্বাচন করেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করবেন এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। আওয়ামীলীগ প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত না হলেও তাকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ঘরানার নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। ঝিনাইদহ জেলাতে তথা আমাদের দেশে এমন ব্যবসায়ীরই দরকার। ঝিনাইদহ বাসীকে এবং দেশকে যারা কিছু দিতে পারেন, মানুষের জন্য যারা কাজ করতে পারেন জাতি তথা ঝিনাইদহ-বাসী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তো তাকেই এমপি,মন্ত্রী নেতা নির্বাচিত করবেই। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে তার প্রতিষ্ঠিত রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল ও জাহেদী ফাউন্ডেশনে ! কত বেকারের কর্মসংস্থান হয়েছে! তিনিই তো আসল দেশপ্রেমিক। এটিই তো বড় দেশপ্রেমের উদাহরণ। ঝিনাইদহ বাসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট এবং ব্যালটের মাধ্যমে স্যালুট করবেন দাদাভাই দানবীর নাসের শাহরিয়ার জাহেদী মহুল কে এমনটি প্রত্যাশা ঝিনাইদহ-বাসীর। আর একটি কথা, দেশে শীর্ষ ব্যবসায়ীর সংখ্যা অনেক আছে, অনেকেরই অর্থ-বিত্ত আছে কিন্তু মানুষের জন্য,নিজ জেলা ঝিনাইদহ-বাসীর জন্য, দেশের কল্যাণের জন্য কে কতটা করেন সেটি দেখার বিষয়। মানুষের জন্য কিছু করার আকাঙ্ক্ষা, বাসনা সবার থাকে না, সবাই পারে না,দাদাভাই নাসের শাহরিয়ার জাহেদী মহুল তিনি পেরেছেন। সত্যিই দাদাভাই ঝিনাইদহের মানুষের মন জয় করেছেন, দাদাভাই পৌঁছে গেছেন গণ-মানুষের কাছে। একজন সফল ও কৃতী ব্যবসায়ী হিসেবে তিনি মেহনতি মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তিনি একজন আধুনিক চিন্তার সাহসী মানুষ। একজন সাহসী ও চ্যালেঞ্জিং জনপ্রিয় মানুষ হিসেবে তিনি ঝিনাইদহ-বাসীর মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।ঝিনাইদহের সর্বস্তরের মানুষের সঙ্গে, বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে তার আচরণ উদাহরণ যোগ্য।সমাজের মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে আচরণ করতে হবে সেবার মনোভাবে নিয়ে। রেডিয়েন্ট ফার্মাসিটিকেলসের চেয়ারম্যান জনাব নাসের শাহরিয়ার জাহেদী মহুল তিনি ‘বিশিষ্ট সমাজকর্মী’ হিসেবে মনোনীত হয়েছেন। ঝিনাইদহের দাদাভাইয়ের প্রতিষ্ঠিত জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহ, খুলনা বিভাগে যশোরসহ বিভিন্ন এলাকায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন খাতে অনুদানসহ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ স্কুল কলেজ, মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাসপাতাল এবং উন্নয়নমূলক কাজ পরিচালনার পাশাপাশি দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এতিম খানার শিশুদের সহায়তা, ঝিনাইদহ শহরে অসংখ্য গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার খরচ বহনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে জাহেদী ফাউন্ডেশন। এছাড়া গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এতিম খানা সহ এতিম শিশুদের সহায়তা, পিছিয়ে পড়া ও অসচ্ছল শিক্ষিত মানুষের পাশে দাঁড়িয়ে বেকার সমস্যা সমাধানে এগিয়ে আসা। ঝিনাইদহ শহরে অসংখ্য গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার খরচ বহন সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে জাহেদী ফাউন্ডেশন। জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শহরের প্রাণকেন্দ্র সরকারী বালিকা বিদ্যালয়ের মাঠে বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় প্রকৃত গরীবদের তালিকা তৈরি করে তাদের বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিতরণের মাধ্যমে অসহায়দের মাঝে বহু বছর ধরে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। জাহেদী ফাউন্ডেশনের নির্মাণ ও অর্থায়নে নির্মিত হল সদর থানা বৈঠকখানা ঘর। কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের“জাহেদী ফাউন্ডেশন একাডেমিক হল”, জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ খাজুরা, বাঘারপাড়া, যশোর এর শামস্-উল-হুদা একাডেমিক ভবন স্থাপন, জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহ সদর হাসপাতালে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সিলিন্ডার পরিবহনের সুবিধার্থে একটি পিক-আপ ভ্যান প্রদান, মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়, প্রতিবছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাহেদী ফাউন্ডেশনের আয়োজনে অসচ্ছল পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ, জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে ঝিনাইদহ পুলিশ লাইনস স্যালুটিং ডায়াস ও পুলিশ লাইনস বৈঠকখানা নির্মাণ, জাহেদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ঝিনাইদহ হরিণাকুন্ডু বাজার জামে মসজিদ পুনর্নির্মাণ ও সম্প্রসারণ কাজ সম্পন্ন করা হয়। জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় যশোর এবং বৃহত্তর যশোরে জেলার প্রতিভাবান নবীন ও যুব খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পারদর্শী ফুটবল সৃষ্টির কার্যকর উদ্যোগ গ্রহণ, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণের মাধ্যমে দল ও খেলোয়াড়দের মানোন্নয়নে সহায়তা করা এবং ফুটবল খেলায় মানসম্মত প্রশিক্ষক সৃষ্টি। করোনা-কালীন সময়ে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার জন্য পি.পি.ই এবং মাস্ক বিতরণ। জাহেদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তিনতলা বিশিষ্ট ‘‘আলিয়া মাদ্রাসা মসজিদ’’ নির্মাণ, ঝিনাইদহ সদর হাসপাতালে এবং শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের জন্য জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদানসহ জাহেদী ফাউন্ডেশনের দানের অর্থ দিয়ে ঝিনাইদহসহ সারাদেশে চলে আসছে অসংখ্য প্রতিষ্ঠান।
৪০ বছর আগের বন্ধুদের এক করল জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল। পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যে কয়েকটি সম্পর্ক আছে তার মধ্যে বন্ধুত্ব অন্যতম। রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর উদ্যোগে ৪০ বছর আগের বন্ধুদের একত্র করেন। ঝিনাইদহের বিভিন্ন স্কুল থেকে ১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন তারা। তারপর সময়ের বিবর্তনে একেকজন একেক জায়গায়। এরমধ্যেই কেটে গেছে ৪০ বছর। তবে ২০২২-এ তাদেরকে আবার একত্র করলো জাহেদী ফাউন্ডেশন। পুরনো বন্ধুদের কাছে পেয়ে আবেগে আপ্লুত সবাই। শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ ও সমাজের সুবিধা-বঞ্চিত মানুষের জন্য দায়বদ্ধতা থেকেই জাহেদী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তিনি। জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ১০ কোটি টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর প্রস্তুত এর শুভ উদ্বোধন করেছেন। জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় আছেন, জাহেদী ফাউন্ডেশন নির্বাহী সদস্য ও ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী তবিবুর রহমান লাবুসহ জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। ঝিনাইদহের শ্রেষ্ঠ দানবীর নাসের শাহরিয়ার জাহেদী মহুল দাদাভাইয়ের অবদান অনস্বীকার্য। ঝিনাইদহের শ্রেষ্ঠ দানবীর জনাব নাসের শাহরিয়ার জাহেদী মহুল দাদাভাইয়ের গর্বে ঝিনাইদহ-বাসী গর্বিত।

[wps_visitor_counter]