যাকাতের অর্থে সেলাই মেশিন ও চেক বিতরণ

প্রকাশিত : এপ্রিল ৫, ২০২৩ , ১০:৩১ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে যাকাতের অর্থে সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ তরিকুল ইসলাম। আলোচনা শেষে অসহায় দরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন ও চেক তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিগণ। অনুষ্ঠানে জেলার সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার মোট ১২৭ জনের মাঝে ৭ লক্ষ ৭০ হাজার ৭৭৭ টাকার যাকাতের অর্থে কেনা সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার ৯ জন মহিলা ও ৩৩ জন অসহায় দরিদ্র মানুষের হাতে চেক তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]