All Menu/p>

আব্দুল হান্নানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এবং সচিবের শোক

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সিলর আব্দুল হান্নানের মৃত্যুতে শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব পৃথক পৃথক শোকবার্তায় মরহুম আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুম আব্দুল হান্নানের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর মোঃ আব্দুল হান্নান গতকাল ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল হান্নান নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাউন্সেলর (প্রেস) ছাড়াও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top