আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, গোমস্তাপুরের বিষুক্ষত্র এলাকার টুটুল আলীর ছেলে বাশার আলী (১৮) ও শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের মইনুল ইসলামের মেয়ে মাসরুফা (০৪)। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, শনিবার সকালে গোমস্তাপুরের নুহস্ট্যান্ড এলাকায় ইটবাহী একটি ট্রাক্টরকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে পড়ে যায়। এতে ট্রাক্টর চালক বাশার আলী মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। অপরদিকে, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, শিবগঞ্জের শ্যামপুরের ভবনীপুর হাফিজিয়া মাদ্রাসার সামনে যাত্রীবাহী অটো রিক্সা-ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রিক্সা-ভ্যানের যাত্রী শিশু মাসরুফা গুরুতর-ভাবে আহত হয়। তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সড়ক দুর্ঘটনার পর আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ দু’টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।