ঈদ বিনোদনের জন্য প্রস্তুত গ্রীন পার্ক

প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৩ , ১০:০২ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিনোদনের জন্য প্রস্তুত নোয়াখালীর বিনোদন কেন্দ্র গ্রীন পার্ক। ইতিমধ্যে পার্কের অভ্যন্তরে নানা সাজসজ্জা ও বিনোদন সামগ্রী যোগ করা হয়েছে। সব বয়সের মানুষের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে। আছে হোটেল ও রেস্টুরেন্টও। বিনোদন ও ভ্রমণ পিয়াসু এখানে আসলে ভালো সময় কাটবে। সূত্রে জানা গেছে, নোয়াখালীর বিনোদন প্রেমী ও ভ্রমণ পিয়াসু সব বয়সের মানুষের কথা চিন্তা করে শিল্পপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ২০২২ সালে গ্রীন পার্কটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঈদে মানুষদের আনন্দ ও বিনোদন দিতে প্রস্তুত সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশিপুর বাজারের উত্তর ও সাতারপাইয়া বাজারের দক্ষিণ পাশে অবস্থিত গ্রীন পার্কটি। পার্কটি সাজানো গোছানো প্রায় শেষ। এখন দর্শনার্থীদের অপেক্ষায় রয়েছে পার্ক কর্তৃপক্ষ। বিনোদন প্রেমী ও ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে পার্কটিতে যুক্ত করা হয়েছে নতুন নতুন বিনোদন সরঞ্জাম। প্রত্যন্ত গ্রামাঞ্চলে হলেও পার্কটি ঢাকা-চট্টগ্রামের বিনোদন কেন্দ্রের আদলে তৈরি করা হচ্ছে। নানা রকম রাইডের পাশাপাশি প্রকৃতি ও প্রাণীর ছবি বিনোদন ও ভ্রমণ পিপাসুদের আরো বেশি আনন্দ দিবে। পার্কের পাশাপাশি এখানে হোটেল এন্ড রেস্টুরেন্টও রয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য নানা সু-সাধু খাবার সরবরাহ করা হয়।
গ্রীন পার্কের ম্যানেজার আজমল হক জানান, ঈদে বিনোদন প্রেমীদের গ্রহণ করতে সব রকমের প্রস্তটি আমরা নিয়েছি। সব বয়সী মানুষের বিনোদনের জন্য যোগ করা হয়েছে নতুন নতুন বিনোদন সরঞ্জাম। শিশুদের জন্য রয়েছে আলাদা ইভেন্ট। নতুন করে তোলা হচ্ছে পার্কের দৃশ্যপট। সব বয়সের মানুষ এখানে এসে বিনোদন পাবে বলে আশা করছেন আজমল হক। তিনি সপরিবারে সবাইকে পার্কটিতে এসে ঘুরে যাওয়ার আহবান জানান।

[wps_visitor_counter]