বিরামপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত : মে ২৮, ২০২৩ , ১০:৩৫ অপরাহ্ণ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তি ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ আলোচনা সভাসহ দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। রবিবার (২৮ মে) বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। উপজেলা প্রশাসন বিরামপুর দিনাজপুর আয়োজিত ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন্স মোজাম্মেল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, বিরামপুর থানার উপ-পুলিশ কর্মকর্তা (এস আই) এরশাদ হোসেন,বিরামপুর প্রেস ক্লাব সভাপতি মোরশেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল উদ্দীন রুমী প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা / কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী-বৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সূধীজন কর্তৃক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

[wps_visitor_counter]