বাল্যবিয়ের ১০ দিন পর কিশোর স্বামীর আত্মহত্যা

প্রকাশিত : মে ২৯, ২০২৩ , ১১:০৯ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে বাল্যবিয়ের ১০ দিন পরে স্ত্রী ও নিজ পরিবারের সঙ্গে অভিমান করে কিশোর স্বামী ইমরান (১৫)’র আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। রবিবার (২৮ মে) দিনগত রাত ১১টার দিকে নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাছানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমরান একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাছানি গ্রামের নুরুল ইসলামের ছেলে কিশোর ইমরান ও একই গ্রামের প্রতিবেশী জিয়াউর রহমানের মেয়ে সাথী আক্তার স্থানীয় পাঁচানী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনার করত। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ১০ দিন আগে প্রেমিকা সাথী আক্তারকে নিয়ে নিজের বাড়ি পালিয়ে যায় ইমরান। পরে ইমরানের বাবা মেয়ের বাবাকে না জানিয়ে বিয়ে পড়িয়ে দেয়। মাত্র আট দিন সংসার করার পর স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে স্ত্রী সাথী আক্তার অভিমান করে তার বাবার বাড়ি চলে যায়। ইমরান তার স্ত্রীকে এনে দিতে নিজ পরিবারকে চাপ দিলে তার পরিবার বিষয়টি এড়িয়ে যায়। এই অভিমানে রবিবার দিনগত ১০টার দিকে অভিমানে বিষ পান করে ইমরান। এ ঘটনাটি টের পেয়ে ইমরানের পরিবার তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আতিক হাসান বাবুল জানান, শনিবার আমার কাছে মেয়ের বাবা ও ছেলের বাবা এসেছিল।রোববার দুই পক্ষকে ডাকলেও ছেলের বাবা সাড়া না দেওয়ায় সমস্যাটি সমাধান করতে পারিনি। রাতে ছেলে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় মেয়ে পক্ষের কোনো অবহেলা দেখছি না। নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, ঘটনাটি আমাদের কেউ অবহিত করেনি। আমি খোঁজ নিচ্ছি।’

[wps_visitor_counter]